এইগুলো তৃতীয় বি*শ্ব*যু*দ্ধ শুরু হবার আলামত। কোন বছর মা*ল*হা*মা বা ম"হা*যু*দ্ধ হবে তা হাদিসে বলা নাই বলা আছে যখন মদীনার পতন হবে আর জেরুজালেমের উত্থান হবে তখন মা"ল*হা*মা হবে।
মদীনার পতন মানে সৌ*দি*তে আইয়ামে জাহেলিয়াতের যুগ ফিরে আসবে। বিভিন্ন হারাম কাজ বৈধ করে দেওয়া হবে। পবিত্র কাবার আকৃতি দিয়ে সেটার সামনে ইংরেজ অ*র্ধ ন*গ্ন তা*র*কা*দে*র না*চ গা*ন করানো হয়েছে। আরো বিভিন্ন হারাম কাজ বৈধ করা হয়েছে। মানে সৌ*দি*তে আইয়ামে জাহেলিয়াতের যুগ ফিরে এসেছে। যখন মদীনার পতন হবে তখন জেরুজালেমের উত্থান হবে।
মানে জেরুজালেম আলোচনার প্রধান বিষয়বস্তু হবে। গাঁ*জা ধ্বং*স করে দেওয়াতে জেরুজালেম এখন আলোচনার প্রধান বিষয়বস্তু।
ম*হা*যু*দ্ধ আর উপমহাদেশে গা*জো*ও*য়া*তু*ল হি*ন্দ হয়ে পৃথিবীর তিন ভাগের দুই ভাগ মানুষ মা*রা যাবে আর টেকনোলজি নষ্ট হয়ে যাবে। এরপর ইমাম মাহাদী আত্মপ্রকাশ করবে।
কিতাব আল ফিতানের ৯৬২ নং হাদিসে আছে তু*র*স্কে*র সাম্রাজ্যের পতনের ১০৪ বছরের মাথায় ইমাম মাহাদীকে ঘিরে মানুষ ভীর করবে আর সেটা হবে অনারবীয় হিসেবে মানে সৌর বর্ষের হিসেবে। তু*র*স্কে*র সাম্রাজ্যের পতন ঘটে ১৯২৪ সালে। এর সাথে ১০৪ যোগ হলে হয় ২০২৮।
মুফতি কা*জী ই*ব্রা*হী*ম হাদিসের ব্যাখ্যায় বলেছিলেন মুসলিম জাতির আইউ ১৫০০ বছর।
এক সাহাবী বলেন হে আল্লাহর রাসূল আমি স্বপ্নে দেখেছি সাতটা শিরি। আপনি সপ্তম শিরিতে দ্বাড়িয়ে আছেন।
হযরত মুহাম্মদ সাঃ বলেন পৃথিবী সাত দিন। আমি শেষ দিনে আগমনকারী। আল্লাহর এক দিন এক হাজার বছর।
আরেক জায়গায় হযরত মুহাম্মদ সাঃ বলেন আমার উম্মতরা অর্ধ দিবস বেশি পাবে মানে ৫০০ বছর। তাহলে টোটাল ১৫০০ বছর হয়।
মুফতি কা*জী ই*ব্রা*হী*ম আরেকটা হাদিস বলেছিলেন একজন কাবায় আশ্রয় নিবে তাকে হ*ত্যা করা হবে। তিনি নিজেকে ইমাম মাহাদী দাবী করবেন। এক বোরহা সময় পর আরেকজন আশ্রয় নিবে। সেই হবে আসল মাহাদী।
এক বোরহা হল ৪০ বছর বা তার কিছু বেশি সময়।
১৯৭৯ সালে কাবায় একজন আশ্রয় নিয়ে নিজেকে ইমাম মাহাদী দাবী করেছিল। তাকে হ*ত্যা করা হয়েছিল। ২০১৯ সালে সেই ঘটনার ৪০ বছর হয়েছে। এখন কিছু বেশি সময় অতিবাহিত হবার উপর আছে।
একজন বাদশা মা*রা গেলে তার তিন উত্তরাধিকার ক্ষমতার জন্য ঝ*গ*ড়া করবে। কিন্তু কেউ ক্ষমতা পাবে না।
পূর্ব দিক থেকে একদল কালো পতাকাবাহী বাহিনী এসে তাদের সাথে যু*দ্ধ করবে। তাদের সাথে থাকবে আল্লাহর মনোনীত খলিফা মাহাদী। হযরত মুহাম্মদ সাঃ বলেন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তোমরা তখন ইমাম মাহাদীর হাতে বায়াত নিবে।
অলরেডি সৌ*দি*তে বরফ পড়ছে। মরুভূমি সবুজ হয়ে যাচ্ছে। এইসব ইমাম মাহাদীর আত্মপ্রকাশ একেবারে সন্নিকটে সেটার সিগন্যাল।
যুবরাজ সা*ল*মা*নে*র আরো দুই ভাই আছে। তার বাবা মা*রা গেলে তার ভাইদের সাথে যখন ক্ষমতা নিয়ে ঝ*গ*ড়া চলবে হাদিস অনুযায়ী তখন ইমাম মাহাদী আত্মপ্রকাশ করবে।
ইউটিউবে একটা ভিডিওতে দেখেছিলাম যুবরাজ সা*ল*মা*ন"কে জিজ্ঞেস করা হয়েছিল আপনার সময়ে ইমাম মাহাদী আত্মপ্রকাশ করলে কি করবেন। সে বলেছিল তাকে গ্ৰে*ফ*তা*র করা হবে। তাকে খোজা হচ্ছে। মানে সে শেষ জামানার হাদিস গুলো জানে। তাই তার সময়ে ইমাম মাহাদী আত্মপ্রকাশ করতে পারে এই ব্যাপারে সে সতর্ক।
ইসলামের বিরোধী শক্তি কোরআন হাদিস থেকে ভবিষ্যত জেনে তা পরিবর্তন করে দিতে চায়। কিন্তু যা আল্লাহ ঠিক করে রেখেছেন তা পরিবর্তন করার ক্ষমতা কারো নাই।
পৃথিবী এক ভ*য়া*ব*হ পরিবর্তনের অপেক্ষায় আছে। সবাই আমল সুন্দর করেন। পাঁচ ওয়াক্ত নামাজ ধরেন।
