আপনি_কি_প্রতিবাদ_করেছেন ??
আমি গতকাল যে কোনো একটি কাজে ধানমন্ডি যাচ্ছিলাম। বাসের কন্টাকটার বর্ধিত ভাড়ার অজুহাতে আমার কাছে 10 টাকা বেশি দাবি করেছে। আমি তার কাছে সরকার কর্তৃক নির্ধারিত বর্ধিত ভাড়ার চার্ট দেখতে চেয়েছি। কিন্তু সে আমাকে কোনো চার্ট দেখাতে পারেনি.......
তাই আমি বর্ধিত ভাড়া দিতে অস্বীকৃতি জানিয়েছি ! তারপর সে তার স্বভাবগত ভাবেই আমাকে অনেকবার অপমান করার চেষ্টা করেছে। 🙂
বর্ধিত ভাড়া আদায়ের কোন চার্ট যেহেতু সে আমাকে দেখাতে পারেনি, সেজন্য আমি তাকে বর্ধিত ভাড়া দেই নি......
দুঃখজনক বিষয় হচ্ছে সম্পূর্ণ বাসের মাত্র আমি একাই প্রতিবাদ করলাম। কিন্তু যারা পাশে ছিল সবাই কিন্তু কোন কথা না বলে অতিরিক্ত ভাড়া ঠিকই কন্টাকটার কে দিয়েছে।
আর ঠিক এভাবেই তথাকথিত ভদ্র জনগণ সমাজের নতুন আর একটা অন্যায়-অবিচারের জন্ম দিল। 🙂
কিন্তু আমরা যদি মাত্র 40 শতাংশ মানুষও অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানাতাম তাহলেও এই অন্যায় করতে কেউ সাহস পেত না।
আমি আমার প্রতিবাদ করেছি। বাকিটা আপনাদের বিষয় 🙂