বাস বন্ধ, তো সিএনজি তে যাচ্ছি। চালক কে বললাম ভাই তেলের দাম লিটারে ১৫৳ বৃদ্ধি করেছে আপনারা কি আন্দোলন করবেন না?  
উত্তরে বললো তেলের দাম বাড়িয়েছে, আমরা ভাড়াও বাড়িয়েছি। হিসাব বরাবর। আন্দোলন করার দরকার হলে সাধারণ চাকরিজীবী জনগণেরা করুক কারন মাথাব্যথাটা তাদের বেশি হবার কথা। আমি উত্তরে বললাম যাক ভাই আপনি অশিক্ষিত হলেও হিসাব বিজ্ঞান, অর্থনীতি আর পলিটিক্যাল সাইন্স তিনটাই বোঝেন। দেওয়ালে পিঠ ঠেকলে অটোমেটিক সব শিক্ষা শিখে নিবে মানুষ এটাই স্বাভাবিক। 
- 
দেশ, জনগণ, রাজনীতিবিদ, সবার অন্ততে ঘাঁ সুতরাং সাধারণ গুটিপচড়া ঘাঁ থেকে আস্তে আস্তে ক্যানসারে রূপ নিয়েছে। মলম লাগিয়ে লাভ নাই।
		
喜欢
			
			 评论 		
	
					 分享				
						 
											 
			 
			 
			 
			 
			