মিডিয়ায় দেখলাম আহমেদাবাদে বেশি জ্যামের কারণে ম ১০ মিনিটের জন্য এয়ার ইন্ডিয়ার বিমান্টি মিস করেন ভারতের ভুমি চৌহান।

লন্ডনে রওনা দিয়েছিলেন ভারত থেকে। তার হাজবেন্ড সেখানেই থাকে, তার কাছেই যাচ্ছিলেন তিনি।
কিন্তু এই ১০ মিনিটের লেট হতে পারে তাকে বাচিয়ে দিয়েছেন।

নিশ্চই তিনি ফ্লাইট মিস করে অনেক আফসোস করছিলেন। কপালকে গালাগাল ও দিচ্ছিলেন!
নিশ্চই বিমান বিদ্ধস্ত হওয়ার খবর পেয়ে নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ ভাবছিলেন আবার।
প্লেনের ২৪১ জন মারা গেছে।

হয়ত ১০ মিনিট লেট না করলে সেই প্লেনে উঠে যেতেন তিনি। হয়তো আর দুনিয়া দেখার সুযোগ নাও হতো।
কপাল।

দুনিয়াটা অনেক্ষেত্রে এমনই। মনে হবে এটা পেলে ভালোই হতো। কিন্তু না পেলে হয়তো আরো ভালো হয়েছে সে খবর আমরা ক জন রাখি..

অনেকের জন্য রাইট টাইম আল্লাহ তার মতো করে সেট করে রাখসে। তুমি মনে করতেসো লেট হচ্ছে। কিন্তু হতে পারে এই লেট টা তোমার জন্য ভালো প্ল্যান করেই রাখসে উনি।

Collected Post

Per saperne di più
image