বছরের সব থেকে বড় দিন আজ। 🤨
তাই ত দিন শেষ হয় না.....
মেয়েদের মন বুঝার বইটা কিনে আনলাম।
নদী, নীল রঙের ঝগড়া, রং চা, মেঠো পথ,শামুকের মতো গুটিয়ে যাওয়া,
জীবনানন্দ দাশের রচনাসমগ্র, দেবদাস, নীড়পাতায় চ্যাংব্যাং পাখির
সংসার, এ রকম কিছু পৃষ্ঠা পড়া শেষ।
বাকি পৃষ্ঠা পড়তে পড়তে হয়তো মারা যাবো।
এখনই চুল শুভ্র হয়ে গেছে।
স্মৃতি শক্তি অপ্রতিরোধ্য গতিতে ডেমেজ হচ্ছে।
কিন্তু পৃথিবীর কেউ না কেউ বাকি পৃষ্ঠা পড়তে আসবে।
শেষ হবে না কোন দিন এই খেয়াঘাট।

お気に入り
コメント
シェア