ছবির আপুটি ৩৩ তম বিসিএস ক্যাডার। পাশে বসা ওনার হাসব্যান্ড পারেননি স্কুলের গন্ডিটা পার করতে। বোনটি এসএসসি পাশ করার আগেই ভাইটির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন।
সেই থেকে ভাইটি তার পড়ালেখার দায়িত্ব নেন। পাড়া পড়শির সমালোচনা তো আছেই, বউকে পড়ায় কেন?অন্য ছেলের সাথে চলে যাবে।
স্কুল কলেজের গন্ডি পেড়িয়ে ভর্তি হোন ঢাবিতে। এরপর প্রাইমারীতে সহকারীতে চাকরি পায়। তারপর প্রাইমারী প্রধান শিক্ষক। অবশেষে স্বপ্নের সোনার হরিণ "বিসিএস। বর্তমানে একটা সরকারী কলেজে কর্মরত।
এই যে এত সংগ্রাম, সফলতা, সব প্রকৃত ভালোবাসা ও দুজনের বিশ্বাসের ফলাফল। সমাজের চলিত রীতিকে বুড়ো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো- সৎ ইচ্ছা আর উত্তম চরিত্রবানরা কখনো তাদের ছন্দ হারায় না ❤

Gefällt mir
Kommentar
Teilen