সামাজিক মাধ্যমে ছবিগুলো ভাইরাল হয়েছে। সম্ভবত পাকিস্তানের কোন এক তরুন যুগরের বিয়ের ছবি। বিয়েটা ধর্মীয় এবং সামাজিক নিয়ম মেনে উভয় পরিবারের সম্মতিতেই হয়েছে। কিন্তু কথায় আছে না যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই।

যাইহোক, শাহাবাগী এবং সেকুলারদের চুলকানি শুরু হয়েছে কারন এটা নাকি বাল্যবিবাহ প্রমোট করছে।

টিপিক্যালি মেয়েদের পিউবার্টি শুরু হয় ৮ থেকে ১৩ বছর বয়সের মধ্যে এবং ছেলেদের ৯ থেকে ১৪ বছর বয়সের মধ্যে। পিউবার্টি নির্ধারন করে শারীরিক সক্ষমতা মানে এডাল্টহুট। টিনএজ, এডাল্ট মানে ১৮ বা ২১ এগুলো আল্ট্রা মর্ডার্ণ ধারনা।

যেটা শুরু হইছে পশ্চিমে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, আরও নির্দিষ্ট করে বললে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনের পর। ইসলাম নির্দিষ্টভাবে বয়স নির্ধারন করে দেয় নাই কারন পিউবার্টি পারসন টু পারসন ভেদে দুই এক বছর আগে পিছে হতে পারে।

ইসলামে শর্ত তিনটি শারীরিক ভাবে সক্ষম (পিউবার্টি) হতে হবে, মানসিক ভাবে সক্ষম হতে হবে এবং সামাজিকভাবে গ্রহণযোগ্যতা থাকতে হবে। এছাড়া মেডিকেল সাইন্স বলছে বেশি বয়সে সন্তান হবার চান্স কমে যায় মানে ফার্টিলিটি রেট কমে এছাড়া গর্ভের শিশুর বিকলাঙ্গ ও অটিস্টিক হওয়ার রিক্স বেড়ে যায়।

এবার দেখেন যেটা ভালো বোঝেন।

image
image