প্রচণ্ড যুদ্ধ চলছে। শত্রুপক্ষের দিক থেকে গুলি ছুটে আসছে ঝাঁকে ঝাঁকে। এক সৈনিক নিরাপদ জায়গায় সরে যেতে পারলেও কিছু দূরে থাকা তার বন্ধুর পক্ষে তা সম্ভব হল না।
গুলি এসে লাগল তার বুকে। তাকে পড়ে যেতে দেখে আতঙ্কের শীতল স্রোত বয়ে গেল বন্ধুর ভেতর।
সৈনিকটি তার অফিসারের কাছে অনুমতি চাইলেন- গুলি লেগে পড়ে যাওয়া বন্ধু কাছে যেতে চান তিনি। তুলে নিয়ে আসবেন তাকে।
Read more https://www.anuperona.com/friendship/
पसंद करना
टिप्पणी
शेयर करना