আজ সকালে এই পোস্ট টা গ্রুপ দেখে মনটা খারাপ হয়ে গেছে, আমাদের মাঝে অনেক আপু ভাইয়া আছে যাদের পারিবারিক বোঝাপড়া হয় না, তাও তারা বলে থাকেন বাচ্চার জন্য সংসার করছি কিন্তু আসলেই কি বাচ্চা ভালো আছে এই পরিবারে।

সবাই বাচ্চাটার জন্যে দোয়া করবেন, পোস্ট টা শেয়ার করে দিবেন, হতে পারে আপনার শেয়ার করার জন্যে বাচ্চা টা খুজে পাওয়া যাবে।

"পারিবারিক অশান্তি সন্তানের ভবিষ্যৎ কোথায় নিয়ে যায়! বাবা-মার দাম্পত্য কলহ শিশুর কোমল হৃদয়ে কতটা দাগ কাটে তা ভাবুন একবার। পরিবার একটা শিশুর প্রথম স্কুল। শিশুকে ভালো আচরণ শিখাতে তার সামনে অন্যের সাথে ভালো ব্যবহার করুন।

বি.দ্র. পোস্টে একটি শিশুর ছবি সংযুক্ত করা হয়েছে। শিশুটি বাবা-মায়ের সাথে অভিমান করে গতকাল কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেছে। কেউ তার সন্ধান জানলে নিম্নলিখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা গেল।

image
image