মাদারীপুরে ঘুমের ঘোরে কাথা পেচিয়ে শ্বাস বন্ধ হয়ে আড়াই মাসের শিশুর মৃত্যু।
আড়াইমাস বয়সের শিশু স্নেহাকে ঘরে ঘুম পাড়িয়ে রান্না করতে যান মা সালমা বেগম। প্রায় ঘণ্টাখানেক পরে ঘরে এসে শিশুটিকে বিছানায় থাকা কাথায় মুখমণ্ডল পেঁচিয়ে থাকতে দেখেন।এসময় শিশু স্নেহাকে দমবন্ধ অবস্থায় ছটফট করতে দেখেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশু স্নেহা গোপালপুর ইউনিয়নের পূর্ব বড়গ্রাম এলাকার লিবিয়া প্রবাসী সোহাগ সরদারের মেয়ে।
সকল পিতামাতা ও অভিভাবক-দের অনেক বেশি সতর্ক থাকা উচিত।

Мне нравится
Комментарий
Перепост