ফড়িং (dragonfly) প্রকৃতিতে একটি উপকারী শিকারি পোকা। ফড়িংয়ের খাদ্যতালিকায় মশা অন্যতম—তাই হ্যাঁ, ফড়িং মশার উপদ্রব কমাতে সাহায্য করে।
নিচে বিস্তারিতভাবে বলছি:
🦟 ফড়িং কিভাবে মশা নিয়ন্ত্রণ করে?
১. লার্ভা অবস্থায় (পানিতে)
ফড়িংয়ের বাচ্চা (যাকে নাইয়াড বলা হয়) সাধারণত পানিতে থাকে এবং এটি মশার লার্ভা খায়। এতে করে জলাশয়ে মশার বংশবিস্তার কমে।
২. প্রাপ্তবয়স্ক অবস্থায় (আকাশে উড়ে)
বড় ফড়িং আকাশে উড়ন্ত অবস্থায় মশা, মাছি, ছোট পোকামাকড় শিকার করে।
> গবেষণায় দেখা গেছে, একেকটা ফড়িং দিনে প্রায় ৩০–১০০টা পর্যন্ত মশা খেয়ে ফেলে।

お気に入り
コメント
シェア