আইনস্টাইন শুধু একজন উচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন মানুষই ছিলেন না, তার রসবোধ ছিল অত্যন্ত উঁচুমাপের। ব্যক্তিগত জীবনে সহজ-সরল এই মানুষটি কখনো ব্যঙ্গাত্মক, আবার কখনো প্রচণ্ড রসিকতার পরিচয়ও দিয়েছেন। তার ভুলোমনা মনোভাবও অসংখ্য মজার কাহিনীর জন্ম দিয়েছে।
সেসব কাহিনী থেকে বাছাই করা ১০টি পাঠকদের জন্য তুলে ধরা হলো-
১. আইনস্টাইন একবার ট্রেনে চেপে কোথাও যাচ্ছিলেন। ট্রেনের টিটি সবার টিকেট চেক করতে করতে আইনস্টাইনের কাছে এসে টিকেট দেখতে চাইলেন। কিন্তু আইনস্টাইন তার টিকেটটি খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু এরই মধ্যে ওই টিটি আইনস্টাইনকে চিনতে পেরে বললেন, ‘স্যার, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি নিশ্চয়ই টিকেট কেটে উঠেছেন। আপনাকে টিকেট দেখাতে হবে না।’
Read more https://www.anuperona.com/scie....ntist-einstein-story
お気に入り
コメント
シェア