ইন্না-লিল্লাহ ! আল্লাহ এটা কি দেখলাম ⚠️⚠️

প্রাণীজাতীয় খেলনা কেউ ঘরে রাখবেন না। জ্বীনেরা সহজে আক্রমণ করতে পারে 😔
কিছুদিন আগে অনলাইন থেকে ২টা পুতুল আমি নেই, পুতুলগুলো দেখতে অনেক সুন্দর-তাই ভাবলাম ২ মেয়ের জন্য ২টা নেই।

যাই হোক এবার বলি আসল কথা-যেহেতু বাচ্চারা নতুন খেলনা পেলে সেটা কিছুদিন অনেক যত্নে রাখে, আমার ফাইজা-ও এই পুতুলটা নিয়ে প্রতিদিন ঘুমাতো। কিন্তু যেদিন সে পুতুলটা নিয়ে ঘুমাল, সেদিন রাতেই ও ঘুমের মধ্যে হঠাৎ কান্না শুরু করে দিয়ে পুতুলটাকে ফেলে দেয়।

আর প্রচণ্ড কান্না করে আমাকে বলে-“আম্মু, পুতুলটা ফেলে দাও, পুতুল আমাকে মা-রে…”
আমি তো ভেবেছি, ছোট মানুষ-হয়তো মনের ভুল বা স্বপ্নে কিছু দেখে ভয় পেয়েছে।
কিন্তু কাল রাতের ঘটনা আর আজকে যা দেখেছি- তাতে আমি রীতিমতো অবাক! 😭😭😭
কাল রাতেও ও ঘুম ভেঙে কাঁদছিল আর বলছিল- “মা, তুমি আর পুতুল আনিও না, আমি আর পুতুল নিবো না, পুতুলটা আমাকে খামছি দেয়…” 🥲🥲

আজ গোসল করানোর সময় আমি ফাইজার পিঠে সেই রকম খামছির দাগ দেখি! 😭😭
অরে জিজ্ঞেস করলে ও বলে-“মা, আমি তো তোমাকে বলছিলাম-পুতুল আমাকে খামছি দেয়…”
তাহলে কি আমার মেয়ে সত্যিই বলেছিল এতদিন! 😭😭😭

⚠️ সতর্ক হোন সবাই!
যারা বাচ্চাদের পুতুলওয়ালা গেঞ্জি পরান, বা বিভিন্ন ধরনের ডল/পুতুল কিনে দেন-বারবার আপনাদের সতর্ক করছি-দয়া করে সাবধান হোন। এই লেখাটি পোস্ট শেয়ার করে অন্যদেরও সতর্ক থাকতে বলুন।

আল্লাহ আমাদের সন্তানদের হেফাজত করুন। আমিন।
সংগৃহীত

image