দ্যা মামলা ম্যান ! 😂
এই লোক জীবনে এতো মামলা করেছে এতো মামলা করেছে যে শুধু মামলা করেই কোটিপতি হয়ে গেছে ! নিজের মা থেকে শুরু করে প্রেসিডেন্ট বুশের বিরুদ্ধেও মামলা করেছে এই পাগলা! 😁
নাম জোনাথন লি থাকে আমেরিকায় ! এ পর্যন্ত ২৬০০টি মামলা করেছেন।
প্রথম জীবনে তিনি মামলা দায়ের করেছিলেন নিজের মায়ের নামে।অভিযোগ করেছিলেন তার প্রতি অবহেলা করেছেন মা। সেই মামলায় জিতে জোনাথন ২০ হাজার মার্কিন ডলার পান।
তারপর থেকে মামলা শুরু
জোনাথন মামলা দায়েরের জন্য বেছে নেন বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, পুলিশ অফিসার, প্রতিবেশী, হবু স্ত্রী, কোর্টের বিচারককেও। এমনকি জর্জ ডব্লিউ বুশের নামেও মামলা ঠুকেছেন জোনাথন।
এখন পর্যন্ত যেসব মামলায় জিতেছেন সেইগুলোর থেকে ক্ষতিপূরণ হিসেবে আয় করেছেন ৮ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮৭ কোটি ৯০ লাখ ৮৩ হাজার টাকা।
বিশ্বের সবচেয়ে বেশি মামলা করায় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও নাম ওঠে জোনাথনের । কাহিনী কি হয়েছে এই পাগলা গিনেস বুকের বিরুদ্ধেও মামলা ঢুকে দিয়েছে - অভিযোগ করেছিলেন, অনুমতি ছাড়াই রেকর্ডসে লেখা হয়েছে তার নাম ! এই মামলাতে জিতে ৫০ হাজার ডলার বা ৫৪ লাখ টাকা পায় ।🤣🤣🤣
এখন চিন্তায় আছি এই পোস্টের জন্যে আবার মামলা খাই নাকি !
