থাইল্যান্ডের এক অঞ্চলে রয়েছে এক আশ্চর্য পাথরের গঠন যা দেখতে অনেকটা বিশাল সাপের মতো! স্থানীয়দের বিশ্বাস, এই পাথর আসলে এক বিশাল সাপ ছিল, যে একসময় পৃথিবীজুড়ে ঘুরে বেড়াত।
কিন্তু মিলিয়ন বছর আগে কোনো রহস্যময় কারণে সে পাথরে পরিণত হয়ে যায়। আজও সেই পাথরকে ঘিরে রয়েছে নানা লোককথা, বিশ্বাস আর বিস্ময়। বিজ্ঞানীরা বলছেন, এটি প্রকৃতির গঠনগত এক বিস্ময়, কিন্তু মানুষের কল্পনায় সে হয়ে উঠেছে প্রস্তরময় এক পৌরাণিক সাপ।
Me gusta
Comentario
Compartir