স্বামী গিয়েছিলেন পেঁয়াজ কিনতে। ফিরে আসছিলেন না। এক রাত, এক দিন চলে গেল। স্ত্রী গেলেন পুলিশের কাছে। বললেন, আমার স্বামী পেঁয়াজ কেনার কথা বলে বাজারে গিয়েছিলেন। দিন গেল, রাত পেরোল, এখনো তিনি বাসায় ফেরেননি। দয়া করে তার খোঁজ পেতে সাহায্য করুন।
পুলিশ বললেন, এত চিন্তার কারণ নেই। পেঁয়াজ ছাড়া তরকারি রান্নার অভ্যাস করেন। এ সমস্যার সমাধান হয়ে যাবে।
Like
Comment
Share