কেনার সময় ইলিশ মাছটার ওজন ছিলো ২ কেজি প্লাস। চাঁদপুরের ট্যুর হতে বাসায় ফেরার পথে ওখানকার লঞ্চঘাটের বাজার থেকে মাছটা কিনে এনেছিলাম।

মাছটা কেনার সময় গোলগাল লেগেছিল বাট বাসায় এনে কাটার পর দেখলাম মাছটা সাগরের লম্বা টাইপের ইলিশ মাছ আর এর পেটে প্রায় ৪/৫ ফুট লম্বা অব্যবহৃত নেটজাল ঢোকানো, জাল ছাড়া পেটে কোন নাড়ীভূড়ী বা ডিম ছিলো না।

কাজটা এতোটাই দক্ষতার সাথে করা হয়েছে যে, একজন নিয়মিত মাছ ক্রেতা হয়েও আমি তা বুঝতে পারিনি!!

এতে মাছ বিক্রেতার ২টা লাভ হলো- ১/ ওজন বাড়লো, ২/ মাছটা গোলগাল ও টাইট দেখাচ্ছিলো। রান্নার পর কেনো যেনো আমরা বাসার কেউই মাছটা খেতে পারি নাই।

দূরত্বের কারণে মাছ বিক্রেতাকে যেয়ে ধরাটাও আর সম্ভব হবে না।

কথাগুলো ঠকে যাওয়া একজন মাছ ক্রেতার,মানুষ কতটা খারাপ হলে এভাবে বাটপারি করতে পারে 😔

সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দিন। এতে করে অনেকেই প্রতারণার হাত থেকে বাঁচবে।

image