মাঠের বুকে নরম ঘাস,
তারি মাঝে ফুলের সুভাষ।
সাদা, লাল, নীল, নানান রঙ
যেন প্রকৃতির স্নিগ্ধ অঙ্গ।
শিশির কণা মুক্তো হয়ে ঝরে,
আলো ঝলমলে ঘাস ফুল ভরে।
ছোট্ট ঘাস ফুল, তুমি প্রকৃতির দান,
তোমায় নিয়ে মুগ্ধ এ মন প্রান।
⏰Time: 12 : 36 PM
🗓Date: 05-08-2025
⛺Location: Hamchayapur, Sherpur, Bogura
📸iStudio Photography

お気に入り
コメント
シェア