যারা কখনোই ঘরে ফিরতে পারেনি😢
সেই ৯০০০
১৯৪৪ সালের আজকের দিনে ঘটে যাওয়া ডি-ডে ল্যান্ডিংয়ে নিহতদের স্মরণে উৎসর্গ করা একটি প্রজেক্ট।

The 9000 Who Never Made It Home ছিল এক গা ছমছমে, বিশাল এক শিল্পকর্ম যা ২০১৩ সালে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে নর্ম্যান্ডির সৈকতে তৈরি করা হয়। এটি ডি-ডে-তে প্রাণ হারানো সৈনিক ও সাধারণ মানুষদের সম্মান জানাতে তৈরি করা হয়েছিল।

ব্রিটিশ শিল্পী জেমি ওয়ার্ডলি ও অ্যান্ডি মোস, আরও ৫০০ জনের বেশি স্বেচ্ছাসেবীদের নিয়ে, ফ্রান্সের অ্যারোমাঞ্চেস সৈকতের বালিতে রেক ও স্টেনসিল ব্যবহার করে এঁকে ফেলেন ৯,০০০টি মানুষের অবয়ব। প্রতিটি অবয়ব সেই একেকজন মানুষকে প্রতিনিধিত্ব করে, যিনি ১৯৪৪ সালের ৬ জুন ডি-ডে-তে প্রাণ হারান।

এই শিল্পকর্মটি ইচ্ছাকৃতভাবেই ছিল সাময়িক। কয়েক ঘণ্টার মধ্যেই সমুদ্রের জোয়ার ধুয়ে নিয়ে যায় সেই সব অবয়ব—যা জীবনের নাজুকতা আর সময়ের ঢেউয়ে হারিয়ে যাওয়া স্মৃতির প্রতীক হয়ে থাকে।

image