পিগমি মারমোসেট, পৃথিবীর সবচেয়ে ছোট বানর প্রজাতি! 😲
ছবিতে দেখা যাচ্ছে, একটি নবজাতক পিগমি মারমোসেট আঙ্গুল আকঁড়ে ধরে আছে। এটি এমন একটি প্রজাতির বানর, যার পুরো দেহটি একটি মানুষের বৃদ্ধাঙ্গুলিকে জড়িয়ে ধরতে সক্ষম! প্রাপ্তবয়স্ক হয়েও এরা মাত্র ১৫ সেন্টিমিটার (৬ ইঞ্চি) লম্বা এবং ওজন মাত্র ১০০ গ্রাম (৩.৫ আউন্স)।
আমাজন অববাহিকার বাসিন্দা এই ক্ষুদে বানরগুলো গাছের অনেক উঁচু অংশে বসবাস করে এবং প্রধানত গাছের রস খেয়ে জীবনধারণ করে। তাছাড়া ফলমূল, কীটপতঙ্গও খেয়ে থাকে এরা। ১৩৪ দিন গর্ভধারণ করে এরা ১-৩ টি পর্যন্ত বাচ্চা জন্ম দেয়। আর এদের একেকটি দলে ৫-৯ টি পর্যন্ত মারমোসেট থাকে। একটি পরিনত মারমোসেট ১২ বছর জীবদ্দশায় ১০০ গ্রামের বেশি হয়না।
এদের রয়েছে ধারালো আঁকশির মতো নখর, যা গাছের গায়ে আঁকড়ে ধরে তাদের উপরের দিকে ওঠতে সাহায্য করে — যেন একেকজন ক্ষুদে অ্যাক্রোবেট! এদের ডাক এত উচ্চকণ্ঠের হয় যে, অনেক সময় তা মানুষের শ্রবণসীমার বাইরেও চলে যায়!