একজন ব্যক্তি যিনি কোকা-কোলার প্রতি আসক্ত ছিলেন, প্রতিদিন প্রায় ৩ লিটার করে কোমল পানীয় পান করার ফলে তার মূত্রাশয় থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৩৫টি পাথর অপসারণ করতে হয়েছে।
চিকিৎসকদের মতে, অতিরিক্ত কোমল পানীয় সেবনের ফলে এর মধ্যে থাকা ফসফরিক অ্যাসিড ও ক্যাফেইনের মতো উপাদানগুলি মূত্রাশয়ে পাথর গঠনের ঝুঁকি বাড়াতে পারে।
তো সবাই সাবধানে পান করবেন বুজে?? 👍👎
Synes godt om
Kommentar
Del