আঁধার নেমে এসেছে, তারা জ্বলে উঠেছে আকাশে, চাঁদের আলো ছড়িয়ে পড়ে, শান্ত রাতের সুরে।
বাতাসে মিশে আছে, পাতার শব্দ, শুধু শব্দ, নিঃশব্দ রাতের গান, একাকীত্বের সাথে মিলে যায়।
দূরে কোথাও, কোনো পাখির ডাক, রাতের শান্তি ভেঙে, একটি নতুন সুরের সৃষ্টি করে।
আঁধারে আশার আলো, ভোরের আগমনী বার্তা, নতুন দিনের প্রত্যাশা, একটি সুন্দর স্বপ্নের আশ্বাস।
⏰Time: 05:36 PM
🗓Date: 16-09-2016
⛺Location: Salfa, Sherpur, Bogura
📸iStudio Photography

إعجاب
علق
شارك