একদিন কাছিম বা কচ্ছপ নদীর ধারে বিশ্রাম নিচ্ছিলো। হঠাৎ এক বাঘ ঘুরতে ঘুরতে কচ্ছপের কাছে এসে হাজির, বাঘ কচ্ছপ দেখে খুব খুশি কারণ সেও ক্ষুধার্ত ছিল। বাঘ কচ্ছপকে খুব কামড়াতে লাগলো কিন্তু দাঁত বসাতে পারেনি। কারণ কচ্ছপের গায়ের আবরণ ছিল শক্ত ও শক্ত খোলসের ঢাকা।
তখন কচ্ছপ হেসে হেসে বলল বন্ধু শুকনো মাংস খেতে না পারলে জল দিয়ে ভিজিয়ে খাও । কচ্ছপের কথা শুনে বাঘ মনে মনে বলতে লাগলো কচ্ছপ বন্ধু বাহ্ তোমার মতো দয়ালু বন্ধু আমার জন্য আর কেউ নেই। তাই বাঘ খুশি মনে কচ্ছপকে নদীর জলে ছেড়ে দিলেন।
কিন্তু কচ্ছপ কৌশলে ফাঁকি দিয়ে জলে চলে গেল। বাঘ আর খোঁজে পেলেন না, ক্ষুধার্ত বাঘ রাগে গজগজ করে ফুঁসে চলে গেলেন। আর কচ্ছপ ও বেঁচে গেলেন।
এখানে শিক্ষানীয় বিষয় কি তা কমেন্টে বলে যাবেন?
