প্রথম বিশ্বযুদ্ধ চলছে। এক ওসমানী সেনা ফিলিস্তিনের নাবলুস শহরের এক দরজায় এসে বলে,
“ভাই, এগুলো আমার শেষ টাকা। রেখে দিন। যদি বেঁচে ফিরি, নিয়ে যাবো।”

সে আর ফেরেনি।

কিন্তু সেই পরিবার টাকাগুলো ঠিকই রেখে দেয় শত বছর ধরে।
নামে-গোত্রে কিছুই আর মনে নেই, তবু জানত—এটা তাদের নয়, এটা কারও রেখে যাওয়া আমানত।

এক শতাব্দী পেরিয়ে অবশেষে ২০২৫ সালে, তারা সেই টাকা তুলে দেয় তুরস্কের কনসুলের হাতে।

পরিমাণ? ১৫২ ওসমানী লিরা।
যার বর্তমান মূল্য প্রায় ৫.৫ লাখ ডলার, মানে ৪ কোটি ৬৭ লাখ টাকার বেশি!

শিক্ষা (মানসিক দৃষ্টিকোণ থেকে):
মানুষ যখন দায়িত্ববোধের জায়গা থেকে কিছু করে, তখন তার কাজটা হয়ে ওঠে শত বছরেরও বেশি টিকে থাকার মতো।
সততা আসলে একটা অভ্যাস—যেটা মানুষ নিজেই নিজের মধ্যে গড়ে তোলে, কাউকে দেখানোর জন্য নয়।

image
This page has been loaded 12913 times.