ইংল্যান্ডের রাটল্যান্ডে ভূগর্ভ থেকে উঠে এলো এক বিশাল সামুদ্রিক দানব, যে প্রায় ৯ কোটি থেকে ২৫ কোটি বছর আগে শাসন করত প্রাগৈতিহাসিক মহাসাগর। ৩৩ ফুট লম্বা এই প্রাণীর নাম ইকথিওসোর। এটি যুক্তরাজ্যে আবিষ্কৃত এই প্রজাতির সবচেয়ে বড় নিদর্শন।
ডাইনোসরের যুগে সমুদ্রের নিচে ভয় ধরিয়ে বেড়াত এই ইকথিওসোররা। এরা ছিল চরম শিকারি; সুঠাম শরীর, চওড়া পাখনা আর তীক্ষ্ণ চোয়ালে ভর করে ছুটে বেড়াত হিমশীতল জলে। কোনো কোনোটি বেড়ে উঠত ৪৩ ফুট পর্যন্ত! একবার যদি কোনো শিকার তার সামনে পড়ত, তাহলে পালানোর আর উপায় থাকতো না।ইংল্যান্ডের রাটল্যান্ডে ভূগর্ভ থেকে উঠে এলো এক বিশাল সামুদ্রিক দানব, যে প্রায় ৯ কোটি থেকে ২৫ কোটি বছর আগে শাসন করত প্রাগৈতিহাসিক মহাসাগর। ৩৩ ফুট লম্বা এই প্রাণীর নাম ইকথিওসোর। এটি যুক্তরাজ্যে আবিষ্কৃত এই প্রজাতির সবচেয়ে বড় নিদর্শন।
ডাইনোসরের যুগে সমুদ্রের নিচে ভয় ধরিয়ে বেড়াত এই ইকথিওসোররা। এরা ছিল চরম শিকারি; সুঠাম শরীর, চওড়া পাখনা আর তীক্ষ্ণ চোয়ালে ভর করে ছুটে বেড়াত হিমশীতল জলে। কোনো কোনোটি বেড়ে উঠত ৪৩ ফুট পর্যন্ত! একবার যদি কোনো শিকার তার সামনে পড়ত, তাহলে পালানোর আর উপায় থাকতো না।