নিজেই বাজার করি, নিজেই রান্না করি, নিজেই নিজের কাপড় ধুই, নিজেই নিজের বাসা পরিষ্কার করি। অসুস্থ হলে একা একাই কষ্ট পাই, মন খারাপ হলে নিজেকে নিজেই সান্ত্বনা দেই।❣️
কিন্তু মাস শেষে বেতনের টাকা পেয়ে সব টাকা বাড়িতে পাঠিয়ে দেই। হা আমরাই প্রবাসী, তারপরেও আমরা সবার কাছে স্বার্থপর !😭😭
ভাল থাকুক পৃথিবীর সকল প্রবাসীরা।🤲💙🖤
এই ঘটনাটি আমাদের সমাজকে একটি বড় বার্তা দেয় —
👉 প্রবাসীদের আমরা অনেক সময় শুধু টাকা পাঠানো মানুষ হিসেবে দেখি, কিন্তু তাদের পেছনের জীবনটা কতটা কষ্টের, নিঃসঙ্গ আর ত্যাগে ভরা — সেটা বোঝার চেষ্টা করি না।
👉 তারা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের চোখের কান্না লুকিয়ে রাখে।
👉 আমাদের উচিত তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, ভালোবাসা দেখানো এবং অন্তত মানসিকভাবে পাশে থাকা।
📌 শেষ কথা:
টাকা পাঠানোই সব নয়, ভালোবাসা ও কৃতজ্ঞতাও প্রয়োজন।
ভালো থাকুক সব প্রবাসী ভাই ও বোনেরা — যাঁরা পরিবারের জন্য নিজের জীবনকে প্রতিদিন উৎসর্গ করে যাচ্ছেন।
