কাল জাদু কি সত্যি আছে বলে জান?

সৌদি আরবের এক শহরে এক কালো জাদুকরের বাসায় পুলিশ রেইড করে। বাসাটি দেখতে সাধারণ হলেও ভেতরে ছিল ভয়ানক দৃশ্য — তাবিজ-কবজ, মরা প্রাণীর অংশ, রক্ত, নোংরা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে! সেই মহিলা বহু মানুষের ক্ষতি করেছে কালো জাদুর মাধ্যমে।

তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো — একজন নির্দিষ্ট নারীর ওপর বারবার কালো জাদু করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই কাজ করছিল না! জিনেরা পর্যন্ত বলেছে, “আমরা ঐ বাড়িতে কাউকে দেখতে পাই না!”

পুলিশ ওই নারীর সাথে যোগাযোগ করে জানতে পারে, তিনি কিছুই টের পাননি — শুধু মাঝে মাঝে অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে।

image