দিয়েগো নামের ১০০ বছর বয়সী কচ্ছপটি ৮০০ এর অধিক সন্তান জন্ম দিয়ে নিজের প্রজাতিকে বিলুপ্ত হওয়ার হাত থেকে রক্ষা করেছে!
১৯৭০ সালের দিকে দিয়েগোর প্রজাতি ছেলনইদিস হুদেন্সিস এর মাত্র ১৪টি কচ্ছপই জীবিত ছিল। যার মধ্যে ২ জন ছেলে এবং ১২ জন মেয়ে ছিল৷ তাদের রক্ষায় একটি ব্রিডিং বা প্রজনন প্রক্রিয়া হাতে নেওয়া হয়৷ সময়টা ছিল ১৯৬০ দশকের এর মধ্যভাগ৷ সেই ১৪টা কচ্ছপ থেকেই আজ এই প্রজাটির সংখ্যা দাঁড়িয়েছে ২০০০ এ।
যেখানে ২০২০ সাল পর্যন্ত অবসর নেওয়ার আগে ১০০ বছর বয়সী দিয়াগো একাই ৮০০ এর অধিক সন্তান এর পিতা হয়েছে৷ অর্থাৎ তাদের প্রজাতির ৪০% ই দিয়াগোর সন্তান! দিয়াগো না থাকলে হয়তো তাদের প্রজাতিকে কখনই বিলুপ্ত হওয়ার হাত থেকে রক্ষা করা যেত না।

Beğen
Yorum Yap
Paylaş