যখন তিমিরা ঘুমাতে চায়, তখন তারা গভীরভাবে শ্বাস নিয়ে প্রায় ১৫ মিটার পানির নিচে ডুব দেয় এবং একদম সোজা অবস্থানে দাঁড়িয়ে ঘুমায়।

তারা একসাথে ৫ বা ৬টি তিমি দলবদ্ধভাবে প্রায় ১০ থেকে ১৫ মিনিট শান্তভাবে ঘুমায়—সম্ভবত নিরাপত্তার জন্যই একসাথে থাকে। আগে কেউ জানত না যে তিমিরা এমনভাবে সোজা হয়ে ঘুমায়, ২০২০ সালের একটি গবেষণায় প্রথম এই আচরণ দেখা যায়। আর ২০২৩ সালে প্রথমবারের মতো প্রকৃতিতে এমন দৃশ্যের দুর্দান্ত ছবি তোলা হয়।

ফ্রান্সের ফটোগ্রাফার Stephane Granzotto যখন ভূমধ্যসাগরে তিমি নিয়ে তার বইয়ের জন্য কাজ করছিলেন, তখন তিনি হঠাৎ করেই এই ঘুমন্ত তিমিগুলোর দৃশ্য দেখতে পান।

image