কতটা মর্মান্তিক! মা বানরকে শিকার করার পর মুখে করে নিয়ে যাচ্ছে একটি চিতাবাঘ। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে ঝুলে আছে।
ঘটনাটি জাম্বিয়ার সাউথ লুয়াংওয়া জঙ্গলের। ২০২২ সালে ছবিটি তুলেছেন স্পেনের বিখ্যাত ফটোগ্রাফার ইগর আলতুনা।
ছবিটি আমাদের এই শিক্ষা দেয় যে, এই পৃথিবীতে সন্তানের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় হচ্ছে মা, এমনকি মৃত্যুর পরও।

Synes godt om
Kommentar
Del