সতর্ক বার্তা | স্কিন রোগে ভুল চিকিৎসা হতে পারে ভয়ংকর ❗
রোগীর ভাষ্যমতে, গত ৬ মাস ধরে হোমিওপ্যাথি ওষুধ সেবনের পর তার সোরিয়াসিস ভয়াবহভাবে বেড়ে গেছে।
মাথা থেকে পা পর্যন্ত শরীরজুড়ে ছড়িয়ে পড়েছে চুলকানি, র‍্যাশ, ফাটা ও লালচে দাগ — যা রোগীর দৈনন্দিন জীবনযাপনকেই দুঃসহ করে তুলেছে।

🧬 সোরিয়াসিস (Psoriasis) একটি জটিল ও দীর্ঘমেয়াদি ত্বকের রোগ। একে হালকাভাবে নেওয়া উচিত নয়।
✅ সময়মতো বিশেষজ্ঞ স্কিন ডাক্তার বা চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া যেকোনো ভুল বা অপ্রমাণিত চিকিৎসা
👉 রোগের অবস্থা আরও খারাপ করে দিতে পারে।

⚠️ মনে রাখবেন—

> ❌ হোমিওপ্যাথি, দেশি চিকিৎসা বা ইউটিউব দেখে নিজে নিজে ওষুধ খাওয়া
❌ না বুঝে স্টেরয়েড বা মলম ব্যবহার
❌ চিকিৎসা ছাড়ার মাঝপথে রোগ এড়িয়ে যাওয়া
➡️ এসবের পরিণতি ভয়াবহ হতে পারে।

📢 আপনার নিজের এবং প্রিয়জনের প্রতি দায়িত্বশীল হন।
সোরিয়াসিস বা যেকোনো চর্মরোগ হলে দয়া করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ভুল চিকিৎসা নয় — সচেতনতা দিন শেষ রক্ষা করতে পারে!

image