২০১৫ সাল; মিশিগানের চেলসি শহরের পাশে সকালে নিজের ক্ষেতে কাজ করছিলেন এক চাষি। হঠাৎ মাটির নিচে শক্ত কিছুর আভাস পেয়ে মাটি খুঁড়তে শুরু করলেন তিনি। কিছুক্ষণ পর যা উঠে এলো, তা যেন ইতিহাসকে নতুন চোখে দেখার জানালা খুলে দিল- বরফ যুগের বিশাল ম্যামথের কঙ্কাল। কঙ্কালের অংশবিশেষ, মাথার খুলি, দাঁত, পাঁজর, মেরুদণ্ড- সবই ছিল স্পষ্ট। ধারণা করা হয়, এটি একটি পুরুষ ম্যামথ, যার বয়স প্রায় ১১,৭০০ থেকে ১৫,০০০ বছর।

এই আবিষ্কারের সবচেয়ে রোমাঞ্চকর দিক ছিল অন্য কিছু। কঙ্কালে কা টা র দাগ ছিল, এবং আশপাশে পাওয়া গেছে ভারী পাথর। প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, সেই সুদূর অতীতে মানুষ এই ম্যামথকে শিকার করে টুকরো টুকরো করে কেটেছিল, এবং এরপর ওই মাংস পুকুরের পানিতে সংরক্ষণের জন্য ভারী পাথর দিয়ে চেপে রেখেছিল। এমন পদ্ধতি দেখে বোঝা যায়, সেই সময়েও মানুষ কতটা বুদ্ধিমান ও কৌশলী ছিল টিকে থাকার জন্য।

image