যে ব্যক্তি তার জিহ্বার দায়িত্ব নিবে অর্থাৎ তার লাগাম শক্ত করে ধরে রাখতে পারবে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সেই ব্যক্তির দায়িত্ব নিবেন। ভাবা যায়? শুধু মাত্র জিহ্বার কন্ট্রোল দ্বারা আমরা কত বড় নিয়ামত পেতে পারি?
হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত বড় বড় আজাব থেকে বাঁচানোর জন্য বলেছেন : "উত্তম বলো নাহয় চুপ থাকো"
এই কথার উপর আমরা আমল করতে পারিনা। জিহ্বাটা চালু হওয়ার পর খুব অল্প সময়েই প্রয়োজনীয় ও ভাল কথা বলি। এরপরেই শুরু হয় মিথ্যা, গীবত, নামিমা ইত্যাদি।
আমরা আসলে কথাবার্তা বলার সময় জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে না পেরে অনেকগুলো নিয়ামত থেকে বঞ্চিত করে ফেলি নিজেকে। আর ভয়ানক সব আজাবের দিকে নিজেদের ঠেলে দিচ্ছি।
যে ব্যক্তির কাছে জবাব থাকার পরেও তর্ক পরিহার করতে, অর্থাৎ একটা বাকবিতণ্ডা ধরণের পরিবেশ আরও উত্তপ্ত না করতে সবর করে চুপ করে রইল তার জন্য জান্নাতে পাশ্বদেশে একটি ঘর হবে!