এই সিটি স্ক্যানটি ৭৩ বছর বয়সী এক নারীর, যার শরীরে চিকিৎসকরা ৩০ বছর ধরে জমে থাকা একটি মৃত ভ্রূণের উপস্থিতি শনাক্ত করেছেন।
চিকিৎসাবিজ্ঞানে একে লিথোপেডিয়ন (Lithopedion) বলা হয়। এটি একটি বিরল অবস্থা, যেখানে গর্ভাবস্থায় ভ্রূণ মারা গেলেও তা শরীর থেকে বের হয় না। বরং, শরীর মৃত ভ্রূণটিকে চুনযুক্ত পদার্থ দিয়ে ঘিরে ফেলে, ফলে ভ্রূণটি ফসিল বা পাথরের মতো কঠিন হয়ে শরীরেই রয়ে যায়।
সাধারণত দ্বিতীয় ট্রাইমেস্টারে ভ্রূণের মৃ*ত্যু হলে এবং শরীর যদি তা বুঝে না ওঠে বা সঠিক প্রতিক্রিয়া না দেয়, তখন এমনটি ঘটে। ফলে, মৃ*ত ভ্রূণটি বছরের পর বছর পেটে লুকিয়ে থাকে, অজানাই থেকে যায়।

Like
Comment
Share