মধ্যযুগে রোমানিয়াতে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদনকারী দম্পতিদেরকে একটি অতি ক্ষুদ্র ঘরে আটকে রাখা হতো।
অবাক করা ব্যাপার হলো- মাত্র ৩০০ বছরে একবারই বিচ্ছেদ ঘটেছিল এর ফলে। স্থানীয়রা বলত, এর ফলে স্বামী-স্ত্রী একে অপরের সাথে কথা বলতে বাধ্য হতো। একটা ছোট ঘরে তাদের দুজনকে ছয় সপ্তাহ পর্যন্ত থালা, চামচ, টেবিল, বিছানা সবই ভাগাভাগি করে ব্যবহার করতে হতো।
স্বামী-স্ত্রীর মাঝে ভালোবাসা জাগিয়ে তোলা এই কারাগারের মূল উদ্দেশ্য ছিল না, বরং কঠিন সময়ে টিকে থাকার জন্য একে অপরকে সহযোগিতার গুরুত্ব স্মরণ করানোই ছিল এর লক্ষ্য। প্রাচীন ব্যাবিলনে এমন এক বাজার ছিল যেখানে নিলাম করে বউ কিনে নিয়ে যেত হবু স্বামীরা।

처럼
논평
공유하다