অচেনা শহর থেকে নিজের চেনা পাড়ায় ফিরে আসা – এক মহারাজার গল্প 🌟
পাশের পাড়া নয়, পাশের শহরও নয়—প্রায় ৫৫০ কিলোমিটার দূরের অচেনা এক শহরে হারিয়ে গিয়েছিল এক মহারাজা। অচেনা শহর, অচেনা মানুষ, অচেনা ভিড়—চেনা মুখ নেই একটিও। কেউ ডাকে না তাঁর নাম ধরে।
অনেক মাস পর অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে, পায়ে হেঁটে ফিরে এল সে নিজের চেনা পাড়ায়, প্রিয় মানুষের কাছে। মহারাজা সারমেয়, সহজ কথায় এক পোষা কুকুর। নিজের পাড়া, নিজের প্রিয় মানুষদের কাছে ফিরে এসে যেন প্রাণ ফিরে পেল।
বেলগাছি জেলার নিশিপুর তালুকের ইয়াসগানি গ্রামের মহারাজার ফিরে আসার ঘটনা রীতিমতো উৎসবে পরিণত হয়। মানুষ খুশিতে মেতে ওঠে। গ্রামের মানুষের কাছে হারিয়ে যাওয়া কুকুরের ফিরে আসা প্রায় অলৌকিক এক ঘটনার সমান।
মহারাজা হারিয়ে গিয়েছিল দক্ষিণ মহারাষ্ট্রের তীর্থ শহর পাণ্ডরপুরে। প্রায় ৫৫০ কিমি পথ পাড়ি দিয়ে কুকুরটির ফিরে আসা যেন মানুষকেই শিখিয়ে দিল—চেনা মুখ আর চেনা পাড়া কখনও ভোলা যায় না।
✅ আমরা কী শিখি?
→ চেনা মানুষ আর চেনা জায়গার টান অদ্ভুত শক্তিশালী।
→ ভালোবাসার বন্ধন হারিয়ে গেলেও আবার খুঁজে ফিরে আসে।
→ আশেপাশের ছোট ছোট প্রাণীও আমাদের মতোই অনুভূতিপ্রবণ।
