Inland Taipan ইনল্যান্ড টাইপান পৃথিবীর সবচেয়ে বিষধর স্থলজ সাপের মধ্যে অন্যতম।
যার এক কামড়ের বিষ তাত্ত্বিকভাবে ১০০ জন মানুষ মারা যেতে পারে। এটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও দক্ষিণ অস্ট্রেলিয়ার শুষ্ক মরুভূমি অঞ্চলে থাকে।
স্বভাবে এরা খুবই লাজুক ও মানুষের দেখা পেলে পালিয়ে যায় বলে কামড়ানোর ঘটনা খুবই বিরল। এরা প্রধানত ইঁদুরজাতীয় ছোট স্তন্যপায়ী শিকার করে। দিনের বেলা এরা সক্রিয় থাকে এবং শীতকালে গর্তে বা ফাটলে লুকিয়ে থাকে। এদের বিষ স্নায়ু ও রক্তকে দ্রুত অকার্যকর করে দেয়।

پسندیدن
اظهار نظر
اشتراک گذاری