কালোজাদু করার উদ্দেশ্যে বানানো হয়েছিল হাঁটু গেড়ে বসে থাকা এই নারীর পুতুল।
তার গায়ে সর্বমোট ১৩টি পিন গেঁথে আছে জাদু প্রয়োগের জন্য। কাছেই পাওয়া গিয়েছে একটি তামার ফলক, যেখানে এই নারীকে প্রেমে ফেলার জন্য জাদুমন্ত্র লেখা ছিল।
পুতুলটি ৪র্থ শতকের মিশর থেকে পাওয়া গিয়েছে। কালোজাদুর ইতিহাস খুঁজতে গেলে আমাদের চলে যেতে হবে সেই প্রাচীন ব্যাবিলনে।
Like
Comment
Share