নদীর ধারে খেলছিল ৪ বছরের শিশু আল আমিন। হঠাৎ পানিতে নামলে দ্রুত ছুটে যান মা। সন্তানের প্রাণ রক্ষা করতে গিয়ে পানির ভিতর স্টোক করে নিজের জীবন হারান তিনি। মায়ের নিথর দেহ টেনে তুলতে গিয়ে বারবার ডাকছিল ছোট্ট আল আমিন—“মা, উঠো” দৃশ্যটি দেখেই চোখ ভিজে যায় সবার। 😭😭😭