একদল বানর প্রতিদিন এক কৃষকের ক্ষেত থেকে ভুট্টা চুরি করত।😋
👨🦯 কৃষক লাঠি নিয়ে তাড়াত, তাই তারা মনভরে খেতে পারত না।
😢 একদিন হঠাৎ কৃষক মা'রা গেলেন।
🙉🐒🥰 বানররা খুশিতে লাফাতে লাগল—আর কেউ তাড়া করবে না!
কিন্তু…
⏳ বছর ঘুরতেই আর ভুট্টা জন্মাল না।
🍃 মাঠ শূন্য, খাবার নেই… ক্ষুধার কষ্টে তারা বুঝতে পারল—
যাকে শত্রু ভেবেছিল, সেই-ই ছিল তাদের খাবারের উৎস।💔💔
---
📚 শিক্ষা:
🧠 আপনি আজ যাকে অবহেলা করছেন,
কাল সে না থাকলে তার মূল্য খুব ভালোভাবে বুঝতে পারবেন।🥲🥲
Like
Comment
Share