সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।
প্যাশেন্ট এর প্রিভিয়াস ২ টো কন্যাসন্তানই সিজারিয়ান।আগে একাধিক এবোরশন করেছেন।মেনস্ট্রুয়েশন বন্ধ প্রায় ১২ সপ্তাহ ধরে।এইবারো নষ্ট করবেন সেই ইচ্ছেই ছিল।বিশেষজ্ঞ ফার্মেসিওয়ালার পরামর্শ মোতাবেক উনি এমএম কিট(গর্ভনিরোধক) খান।হয়ত বুঝতে পেরেছিলেন বাচ্চা নষ্ট হয় নি;তাই কাঠি দিয়ে এবোরশন করানোর ট্রাই করেন।(ম্যাম অপারেশন করার সময় জরায়ুর এর অবস্থা দেখে বুঝতে পেরেছিলেন)।ব্লিডিং হচ্ছে দেখে প্যাশেন্ট হাসপাতালে এডমিট হন।
কিন্তু তিনি আন্দাজ ই করতে পারেন নি,সৃষ্টিকর্তা তার জন্য অন্য কিছু প্ল্যান করে রেখেছিলেন।নরমালি জরায়ুর মধ্যেই প্রেগন্যান্সি হয়।কিন্তু তার প্রেগন্যান্সি হল ফেলোফিয়ান টিউব এ।আল্ট্রা তে দেখা গেল ফিটাস এর এখনো হার্ট বিট আছে।অতিরিক্ত ব্লিডিং এবং অন্যান্য লক্ষণ দেখে বুঝা গেল Ruptured ectopic pregnancy!ইমিডিয়েট ওটি করা হল।ল্যাপারোটোমি করার সাথে সাথে ক্লটেড ব্লাড এবং বেরিয়ে এল হাত,পা,হার্ট গঠন হয়ে যাওয়া ফিটাস।
মা কে দেখানো হল।চোখ এর পানি গড়িয়ে বালিশ ভিজে যাচ্ছিল।তিনি একটা পুত্রসন্তান ই চাচ্ছিলেন।সৃষ্টিকর্তা দিলেন পুত্রসন্তান কিন্তু পূর্ববর্তী পাপের ফলস্বরূপ কেড়ে নিলেন।
মা চিৎকার করে কাদছিলেন আর বলছিলেন "আমার কি হবে এখন;এ পাপের ফল সারাজীবন বইতে হবে"
উনার কথা শুনে কবিগুরুর দুটো লাইন মনে পরে গেল।
"পথ ভাবে আমি দেব' রথ ভাবে আমি
মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তৰ্যামী।