এটি মানুষের ত্বকের একটি খুব কাছ থেকে তোলা ছবি, যেখানে একটি সূচ ঢুকিয়ে তোলার পর ছোট গর্ত দেখা যাচ্ছে। এই ছবিটি একটি বিশেষ মাইক্রোস্কোপ (স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ) দিয়ে তোলা হয়েছে, যা খুব সূক্ষ্ম জিনিসও স্পষ্ট করে দেখায়।
ত্বকের উপরের স্তরটা খসখসে ও পাতলা, এটা মৃত চামড়ার কোষ দিয়ে তৈরি। সূচ ঢুকলে একেবারে মসৃণ গর্ত হয় না, বরং কোষগুলো ছিঁড়ে গিয়ে গর্তটা খানিকটা রুক্ষ দেখায়।
আমরা যেটাকে সাধারণ ইনজেকশন মনে করি, সেটি কাছ থেকে দেখলে আসলে অনেক বেশি রুক্ষ ও জটিল মনে হয় — দেখে খুবই বিস্ময়কর লাগে!
Like
Comment
Share