ঘৃণার মাঝেও আশার আলো খুঁজে পাওয়া এক সাহসিনী!
একদিন, একটি ভিডিওতে তাকে বলা হয়েছিল ‘পৃথিবীর সবচেয়ে কুৎসিত নারী’।
ভিডিওটির ভিউ হয়েছিল ৪ মিলিয়নের বেশি।
লিজি ভেলাসকেজ তখন মরিয়া হয়ে খুঁজছিলেন অন্তত একজন মানুষ, যে বলবে—
"তোমরা জানো না ওর গল্প..."
"ও তো একটা বাচ্চা মেয়ে মাত্র..."
কিন্তু কোথাও এমন কোনো মন্তব্য ছিল না।
এবং সেখানেই তিনি ভেঙে পড়েছিলেন।
❝ আজ সেই লিজিই হয়ে উঠেছেন লক্ষ মানুষের অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন— চেহারা নয়, হৃদয়ই মানুষকে মহান করে তোলে। ❞
ঘৃণা তাকে ভেঙে দেয়নি, বরং শক্তি যুগিয়েছে।
লিজির জীবনের গল্প আমাদের শেখায়— মানুষের মূল্য তার বাহ্যিক রূপে নয়, তার সাহস, সহমর্মিতা আর শক্তিতেi
Like
Comment
Share