এটা কোনো সাধারণ রৌদ্রজ্বল দিনের ছবি নয়।ঘন্টার ২৭০ কিমি গতির একটি সুপার টাইফুনের কেন্দ্র থেকে তোলা ছবি।

ছবি তোলার আগেও ২৭০ কিমি বেগে ভয়ংকর তান্ডব চলে এই স্থানে।যখনি এই স্থানের উপরে টাইফুনের কেন্দ্র চলে আসে তখনি পরিবেশ ঠান্ডা হয়ে আই ক্লিয়ার থাকায় একদম সূর্য উঠে যায়।

অনেকেই হয়ত জানেন না যে ঘূর্ণিঝড় এর কেন্দ্রে কোনো বাতাস থাকেনা।এমনকি কেন্দ্র অনেক সুগঠিত হলে কেন্দ্রে কোনো মেঘও থাকেনা তখন প্রায় সময়ই সুপার সাইক্লোন গুলোর কেন্দ্র থেকে সূর্য দেখা যায়।

কিন্তু কেন্দ্র সরে গেলেই আবারো শুরু হয় তান্ডব। এজন্য ঘূর্ণিঝড়ের কেন্দ্র যেই স্থানের উপর দিয়ে অতিক্রম করে সেই স্থানে দুইবার ঝড় হয়।কেন্দ্র অতিক্রম করার সময়ে ঝড়বৃষ্টি থেমে গেলে অনেকেই মনে করে বিপদ কেটে গেছে।তখন তারা নিরাপদ আশ্রয় ছেড়ে বাইরে চলে আসে।আর একটু পরেই যখন কেন্দ্র সরে যায় তখন আবারো তান্ডব শুরু করে অনেক প্রানহানী ঘটায়।

বাংলাদেশেও এখন ঘনঘন ঘূর্ণিঝড় আঘাত হানে,তাই আপনারাও এই বিষয় টা মাথায় রাখবেন ভবিষ্যতে কাজে লাগবে।

image