ব্রিটিশ মিউজিয়ামের সবচেয়ে আকর্ষণীয় বিষয় এই বৃহৎ পাথরখন্ডটি। এটি আরো একটি বৃহৎ পাথরের একটা অংশ এর নাম রোসেটা স্টোন। এই পাথরের বয়স প্রায় তিন হাজার বছর। এতে অঙ্কিত নানান ধরণের চিত্র (হায়ারোগ্লিফ) এর সাহায্যে গবেষকরা প্রাচীন মিশর ও গ্রীসের ইতিহাস, ঐতিহ্য, সামাজিক চর্চা ও সাহিত্যের পাঠোদ্ধার করেছেন
১৭৯৯ সালে মিশরের রোসেটা (রশীদ) শহরে এটি আবিষ্কৃত হয় সে কারণে এটির নাম রোসেটা স্টোন। এই পাথরে অঙ্কিত তিনটি ভাষালিপির সাহায্যে মানব সভ্যতার ক্রমবিকাশের বিষয়ে জানতে পেরে আমরা ভীষণভাবে সমৃদ্ধ হয়েছি। ইতিহাসের পাঠ বদলে দেওয়া পাথরের নাম রোসেটা স্টোন।
Like
Comment
Share