উত্তরপ্রদেশে চামচ-দাঁত ব্রাশ খাওয়ার নেশায় যুবককে অস্ত্রোপচার করতে হলো
ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক যুবক সচিন এমন অদ্ভুত নেশায় আক্রান্ত হয়েছেন যে, তাকে অস্ত্রোপচারের মাধ্যমে রক্ষা করতে হয়েছে। সচিন দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিলেন। পরিবারের প্রচেষ্টা ও মাদক নিরাময় কেন্দ্রেও থাকলেও তিনি নতুন এক ভয়াবহ নেশায় নিমগ্ন হয়ে পড়েন—স্টিলের চামচ, দাঁত ব্রাশ ও কলম খাওয়া।

নেশামুক্তি কেন্দ্রের তথ্য অনুযায়ী, সচিন ক্যান্টিন ও অন্যান্য রোগীদের কাছ থেকে এসব জিনিস চুরি করে শৌচাগারে ঢুকতেন এবং সেগুলো দুটুকরো করে গিলে ফেলতেন। প্রথম দিকে গিলে ফেলতে কষ্ট হলেও পরে তা খাওয়ার জন্য তিনি আসক্ত হয়ে উঠেন।
সম্প্রতি তার পেটে তীব্র যন্ত্রণা শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক্স-রে ও সিটি স্ক্যান করার পর ডাক্তাররা লক্ষ্য করেন, পাকস্থলীতে অস্বাভাবিক জড়ো পদার্থ রয়েছে। অস্ত্রোপচারে তার পেট থেকে উদ্ধার করা হয় ২৯টি স্টিলের চামচ, ১৯টি দাঁত ব্রাশ এবং একাধিক কলম।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, সচিন হাপুরের একটি নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। সেখানে খাবারের পরিমাণ খুবই সীমিত থাকায় ক্ষুধা মেটানোর জন্য তিনি অপ্রচলিত জিনিস খাওয়া শুরু করেন এবং শেষ পর্যন্ত তাতে আসক্ত হয়ে পড়েন।
চিকিৎসকরা জানিয়েছেন, সচিনের এই অনন্য নেশা থেকে রক্ষা পেতে অস্ত্রোপচার অপরিহার্য ছিল। বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

image