২০০৯ সালের ১৫ জানুয়ারি, Captain Chesley "Sully" Sullenberger একটি যাত্রীবাহী বিমান US Airways Flight 1549-কে Hudson River-এ নামিয়ে সকল যাত্রী ও ক্রুকে বাঁচান। এই ঘটনাকে বলা হয় উড়োজাহাজ ইতিহাসের সবচেয়ে সফল পানিতে অবতরণ।
LaGuardia Airport, New York City থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি একটি বড় পাখির ঝাঁক এর সাথে ধাক্কা খায়। এতে বিমানের দুইটি ইঞ্জিনই বিকল হয়ে যায়। অনেক চেষ্টা করেও ইঞ্জিন চালু করা যায়নি। 💔
তখন Captain Sully বুঝতে পারেন যে বিমানটি LaGuardia বা আশেপাশের New Jersey-র কোনো এয়ারপোর্টে-এ অবতরণ করা সম্ভব নয়।
তিনি দ্রুত সিদ্ধান্ত নেন যে, পানিতে জরুরি অবতরণ করাই সবার জীবন বাঁচানোর সবচেয়ে ভালো উপায়। যদিও এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তিনি সফলভাবে Hudson River-এ বিমানটি অবতরণ করান — এবং সবাই নিরাপদে বেঁচে যান।❤️🩹