ইদানীং এমন রোগী পাচ্ছি খুব। এই রোগের নাম Pityriasis Versicolor.

Malassezia নামক এক ধরনের ফাঙ্গাসের আক্রমনে এই রোগ হয়। গরম ও আর্দ্র আবহাওয়া, ঘাম বেশি হওয়া, তৈলাক্ত ত্বক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এটি বেশি সক্রিয় হয়ে ওঠে।

এমন হলে প্রাথমিক অবস্থাতেই ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিন। খুব সহজেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।

image