কুকুর প্রায় ১৫,০০০ বছর আগে মানুষ যখন অরণ্যের অন্ধকারে বাঁচতে শিখছিল,তখন এই প্রানী মানুষের সবচেয়ে বড় সঙ্গী হয়ে উঠেছিল। শিকার আর পাহারার বিনিময়ে জন্ম নেয় এক অদ্ভুত বন্ধুত্ব মানুষের প্রথম গৃহপালিত প্রানীই ছিল এই কুকুর। এর বৈজ্ঞানিক নাম :Canis lupus familiaris।
এই প্রাণীর শোনার শক্তি মানুষের চেয়ে প্রায় চারগুণ বেশি আর ঘ্রাণশক্তি প্রায় ৪০ গুণ বেশি, তাই অদৃশ্য শিকারও এর চোখ এড়ায় না। পৃথিবীতে প্রায় ৩৪০টির বেশি স্বীকৃত জাতের কুকুর আছে — কেউ ছোট, কেউ পাহাড়ি, কেউ পাহারাদার আবার কেউ শুধুই সঙ্গী।
কুকুরের বুদ্ধি প্রায় দুই বছরের শিশুর মতো অনুভব করা হয়। তাইতো হাজারো বছর পেরিয়েও কুকুর মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। বিশ্বে অনেক দেশে মানুষ আজও কুকুরকে শুধু প্রহরী নয়, পরিবারেজন মনে করে।