প্রকৃতির পানির যাদুকর -ক্যাংগারু ইঁদুর! 🐭🌵
এই মরুভূমিবাসী ছোট প্রাণীগুলো সারা জীবন একফোঁটা পানিও না খেয়ে বেঁচে থাকতে পারে ,সত্যিই অবিশ্বাস্য!
তাহলে ওরা বাঁচে কীভাবে?
ওরা খায় শুকনো বীজ, যেগুলো কার্বোহাইড্রেটে ভরপুর।
শরীর সেই কার্বোহাইড্রেটকে পানিতে রূপান্তর করে মেটাবলিজমের মাধ্যমে।
ওদের অত্যন্ত ঘন মূত্র এবং শুষ্ক মল তৈরি হয় ,যাতে শরীর থেকে পানির ক্ষতি না হয়।
এমনকি ওদের শ্বাসের আর্দ্রতাও ওরা নিজের বাসায় (গর্তে) রিসাইকেল করে নেয়!
🌵 এই ক্যাংগারু র্যাটরা হলো মরুভূমির সত্যিকারের বেঁচে থাকার মাস্টার, যেখানে অন্য প্রাণীরা কয়েক দিনেই ডিহাইড্রেট হয়ে পড়ে, সেখানে ওরা দিব্যি টিকে থাকে।
Like
Comment
Share